মধ্যবাড্ডায় আগুনে মায়ের মৃত্যু, দুই সন্তান দগ্ধ
রাজধানীর মধ্যবাড্ডায় ঝুপড়িঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে জেসমিন আক্তার (৩২) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছে তার দুই সন্তান। রোববার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বৈটাখালী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলো- শিশু আমান উল্লাহ জিসান (১১) ও মেয়ে সানজিদাকে (৯)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান, ঢামেক বার্ন ইউনিটের আসাবিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল।
এ ব্যাপারে সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট চেষ্টা চালিয়ে সকালে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান, আগুনে ফার্নিচার দোকানের আংশিক পুড়লেও ভাঙারি দোকানটি একেবারে পুড়ে যায়। আর ভাঙারি দোকানের ওপরে ঝুপড়িঘরে দুই সন্তান নিয়ে থাকতেন মা জেসমিন আক্তার।
আবুল কালাম জানান, দগ্ধ অবস্থায় জেসিমন আক্তার ও তার ছেলে-মেয়েকে উদ্ধার করা হয়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় জেসমিন আক্তারের মৃত্যু হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন