ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হরতালের বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপি-জামায়াত শিবিরের অবরোধ বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

(২ নভেম্বর) বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ হাসান তূর্ণের উদ্যোগে উপজেলা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা পৌর শহরে বিশাল প্রতিবাদী মিছিল বের করেন।

এসময় নেতৃবৃন্দ ধর্ম-ব্যবসায়ী মওদুদীবাদী জামায়াত শিবির এবং বিএনপির ডাকা দেশ বিরোধী হরতাল-অবরোধের দিক্বার ও নিন্দা জানিয়ে স্লোগান দেয়।সজিব নামের এক ছাত্রলীগ নেতা প্রতিনিধকে বলেন দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই।বিরোধী দলের ডাকা অবরোধ-হরতালের নিন্দা-প্রতিবাদ জানাই।