ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে- ইউএনও

মাহে রমজানের সম্মানার্থে ঈশ্বরগঞ্জের বিভিন্ন হাট বাজারে নিত্য-প্রয়োজনীয় খাবার সামগ্রী যাতে সাধারণ মানুষের বেশি দামে কিনতে না হয় সেজন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও এরশাদুল আহমেদ। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৪ মার্চ) নিয়মিত বাজার মনিটরিংয়ে লক্ষীগঞ্জ বাজার ও পৌরসভার বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এরশাদুল আহমেদ বলেন দোকানে মূল্য তালিকার অতিরিক্ত সয়াবিন তেলের দাম রাখা, নোংরা পরিবেশে ইফতার সামগ্রী সংরক্ষণ ও বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, মিষ্টির প্যাকেটের অতিরিক্ত ওজনের দরুন সংশ্লিষ্ট ধারায় অর্থদণ্ড দেয়া হয়।

এরশাদুল আহমেদ আরো বলেন জনস্বার্থে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।এসময় মাইজবাগ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরিদ মিয়া সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।