ময়মনসিংহের গৌরীপুরের কৃষকরা পেল বিনামূল্যের সার বীজ
রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩৪৭৫ জন কৃষক পেলে বিনামূল্যের সার-বীজ।
রোববার বিকালে উপজেলা কৃষি অফিসে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে কৃষকদের মাঝে এই সার-বীজ বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান অতিথি থেকে কৃষকদের মাঝে এর বীজ ও সার তোলে দেন।
উপজেলা কৃষি অফিসসূত্রে জানা গেছে, প্রণোদনায় ২৫০০ জন কৃষককে সরিষা বীজ ও সার, ৫০০ জন কৃষককে গম বীজ ও সার, ৪০০ জন কৃষককে ভুট্টা বীজ ও সার, ২০ জন কৃষককে চীনাবাদাম বীজ ও সার, ১০ জন কৃষককে মুগ বীজ ও সার, ১৫ জন কৃষককে সূর্যমুখী বীজ ও সার, ৩০ জন কৃষককে শীতকালীন পেঁয়াজ বীজ ও সার দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, উপসহকারি কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম ও গোলাম রাব্বানী প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন