ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পরিচিতি সভা
ময়মনসিংহের গৌরীপুরে ৫নং সহনাটী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট শনিবার বিকেলে উপজেলার সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আহবায়ক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ শামীম খানের সঞ্চালনায় বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহিদাস আচার্য্য, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ময়মনসিংহ জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমূল হাসান ডালেছ, ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি মোঃ হাবিবুল্লাহ হাবিব, সাধারণ সম্পাদক আবুল হাসেম প্রমুখ।
আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহবায়ক শাহজাহান সাজু, সদস্য ইঞ্জিনিয়ার রাজু আহম্মেদ, জালামিন মিয়া, আব্দুল্লাহ আল মামুন পলাশ, রাজীব খান, স্বপন মিয়া, নয়ন মিয়া, রফিকুল ইসলাম বাবুল, মাসুদ রানা, আব্দুল জলিল খান, ফারুক আহমেদ খান, হুমায়ুন কবির সবুজ, এনামুল হক, হুমায়ুন কবির, সনজু মিয়া, মোঃ সেলিম মিয়া, নয়ন মিয়া, আমিনুল ইসলাম, মোঃ সোহেল রানা।
উল্লেখ্য যে, গত ২৭ জুলাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গৌরীপুর উপজেলা কমিটির আহবায়ক মোঃ সোহেল রানা, যুগ্ম আহবায়ক উমর ফারুক স্বাধীন ও যুগ্ম আহবায়ক ইমতিয়াজ সুলতান জনি’র স্বাক্ষরে এই ইউনিয়ন আহবায়ক কমিটি প্রদান করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন