ময়মনসিংহের গৌরীপুরে কবি সেলিম বালার সেলাই মেশিন উপহার পেল নারীরা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে ২০ জন দরিদ্র নারীকে সেলাই মেশিন উপহার দিয়েছেন কবি সেলিম বালা।
সোমবার বিকালে পৌর শহরের প্রতিভা স্কুলের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি থেকে কবি সেলিম বালা উপহারের সেলাই মেশিন দরিদ্র নারীদের হাতে তুলে দেন।
সেলাই মেশিন বিতরণ শেষে দুস্থ পরিবারে আর্থিক অনুদান, হুইলচেয়ার ও দরিদ্র শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেন কবি সেলিম বালা।
কবি সেলিম বালা বলেন, দরিদ্র নারীদের স্বাবলম্বী করতেই ব্যাক্তিগত উদ্যোগে সেলাই মেশিন উপহার দেয়া হয়েছে। এছাড়াও ঈদের আনন্দ ভাগাভাগি করতে সামর্থ্য অনুযায়ী আমি কয়েকটি পরিবারের পাশে দাঁড়ানো চেষ্টা করেছি। উপহার পাওয়ার পর তাদের মুখে যে হাসি ফুটে উঠেছে সেটাই আমার পরম পাওয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ এমদাদুল হক, গৌরীপুর গণ পাঠাগারের নির্বাহী সম্পাদক আমিরুল মোমেনীন, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ পৌর শাখার সভাপতি মোঃ ইয়াহিয়া, সাধারণ সম্পাদক মিলন খান প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন