ময়মনসিংহের গৌরীপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সহায়তায় সভা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/10/Gouripur-news-pic-07-10-2023-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের গৌরীপুরে টানা ২৬ ঘন্টা বৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার কন্ট্রোল রুমের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জলি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হারুন-অর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা পাপ্পু, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, মোঃ হযরত আলী।
জায়েদুর রহমান, আল-ফারুক, সালাহ উদ্দিন কাদের রুবেল, আব্দুল্লাহ আল আমীন জনি, এম এ কাইয়ুম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, উপজেলা বিদ্যুৎ বিতরণ বিভাগের আবাসিক প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের কন্ট্রোল রুম মারফত জানা গেছে, উপজেলায় ১৪শ হেক্টর ধানী জমি, ১ হেক্টর সবজি, আনুমানিক ১০ হাজার পুকুরের ৯০ শতাংশ পুকুর পানিতে তলিয়ে যাওয়া ২৭৪ কোটি টাকার আর্থিক ক্ষতি ও ২শ প্রান্তিক ঘাসচাষী ক্ষতিগ্রস্থ হয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন জানান, ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। অতিবৃষ্টির ফলে এ উপজেলা ক্ষতির পরিমাণ উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। সরকারি সহযোগিতা করা হবে। এছাড়াও পানিবন্দিদের শুকনো খাবারসহ অন্যান্য সহযোগিতার জন্য পৌরসভার মেয়র ও ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য যে, ৬ অক্টোবর ২০২৩ তারিখে দুর্যোগ পরিস্থিতি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিতকরণ ও ক্ষতিগ্রস্থদের সার্বিক সহায়তার জন্য উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের দুর্যোগ শাখার অধীনে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের নেতৃত্বে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
কন্ট্রোল রুমের অন্য সদস্যরা হলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা পাপ্পু, উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রফিকুল ইসলাম, কার্য সহকারী মোঃ মাহমুদ হাসান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন