ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীর দণ্ড

ময়মনসিংহের গৌরীপুরে নির্ধারিত মূল্যের চেয়ে আলু ও ডিমের দাম বেশি রাখায় তিন ব্যবসায়ীকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শ্যামগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন এই দণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতসূত্রে জানা গেছে, নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের নির্ধারিত দাম নিশ্চিতকরণের লক্ষে বুধবার উপজেলার শ্যামগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় নির্ধারিত মূল্যের চেয়ে আলু ও ডিমের দাম বেশি রাখায় তিন ব্যবসায়ী ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন জনস্বার্থে এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।