ময়মনসিংহে এসএসসি ’৯৪ ব্যাচের প্রয়াত বন্ধুদের স্মরণানুষ্ঠান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/02/94-1-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের গৌরীপুরে প্রয়াত বন্ধুদের স্মরণে ভ্রমণ বিলাস, এসএসসি-১৯৯৪ ব্যাচের আয়োজনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে এই স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসএসি ’৯৪ ব্যাচের প্রয়াত হয়েছেন আবু বক্কর চৌধুরী রাসেল, আনিছুর রহমান জুয়েল, শিল্পী সরকার, আব্দুস সালাম ও জিয়াউল হক।
অনুষ্ঠানে ৯৪ ব্যাচের প্রয়াতদের পরিবারের সদস্য আলীম উদ্দিনের সভাপতিত্ব করেন।
ভ্রমণ বিলাস এসএসসি ১৯৯৪ ব্যাচের সমন্বয়ক শেখ মোঃ বিপ্লবের সঞ্চালনায় বন্ধুদের নিয়ে স্মৃতিচারণ করেন ভ্রমণ বিলাশ পেইজের এডমিন সাখাওয়াত হোসেন, সুমন, বিশ^জিৎ ঘোষ, মোস্তফা কামাল, সৌমিত্র শেখর চমন, নাজমুল হক, শফিকুল ইসলাম ভ‚ট্টো, প্রয়াতদের পরিবারের সদস্য রানা চৌধুরী প্রমুখ।
তারা প্রয়াতদের স্মৃতিচারণ করে বলেন, এই আয়োজনটি ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং গৌরীপুরের অন্যান্য এসএসসি ব্যাচও অনুপ্রাণিত হবে। পরে প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন