ময়মনসিংহে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে লটারি

ময়মনসিংহ সদর উপজেলার ৩ টি ইউনিয়নে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে দাখিলকৃত আবেদন সমুহ যাচাই-বাছাইয়ে যোগ্য আবেদন কারীদের মধ্যে মঙ্গলবার উম্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ব্রহ্মপুত্র হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে খাগডহর,কুষ্টিয়া ও সিরতা এই ৩ টি ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার নিয়োগে উম্মুক্ত লটারীর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
উম্মুক্ত লটারীর শুরুতেই ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন ময়মনসিংহ সদর উপজেলার ১১ টি ইউনিয়নে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে দাখিলকৃত আবেদন সমূহ যাচাই বাছাইয়ান্তে আবেদন কারীদের মধ্যে উন্মুক্ত লটারির ডিলার বিধিমালা অনুযায়ী নিয়োগের কাজ সকলের সহযোগিতা নিয়ে সম্পন্ন করার আশ্বাস দেন।
তিনি আরো বলেন ২৬৮ ফরম বিক্রি হয়েছে এর মধ্যে ২৪১টি আবেদন জমা হয়েছে। জমাকৃত আবেদনগুলোর মধ্যে ১৩২ জনকে বৈধ হিসেবে গণ্য করা হয়েছে।এর মধ্য থেকে লটারীর মাধ্যমে ৫৫ জনকে বাছাই করে ডিলার নিয়োগ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল করিম, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন