ময়মনসিংহে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ জন

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত গত একদিনে ঘন্টায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১০ জনকে গ্রেফতার করা হয়।

এর মাঝে এসআই মোঃ সাইফুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে বিশেষ ক্ষমতা আইনের মামলায় মোঃ কামরুল ইসলামকে বড় বাজার থেকে সামনে হইতে গ্রেফতার Chip এস.আইন.কুমোদলাল দাস, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অপহরন মামলার আসামী মোঃ জুমনকে শম্ভুগঞ্জ থেকে।

এসআই রিপন চন্দ্র সরকার, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী মোঃ সামিউল আলীম ওরফে মাসুমকে মাসকান্দা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ, এসআই আল আমীন, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ মেহেদী হাসান গ্রেফতার করেন।

এসআই মোঃ সোহেল রানা, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী রাজিবুল হোসেন সজিব, জয়নাল আবেদীনকে আকুয়া হাবুন ব্যাপারী মোড় থেকে গ্রেফতার করেন।

এসআই মোঃ মোজাম্মেল হোসেন, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ মাহমুদুল হাসানকে গ্রেফতার করে।

এছাড়া এসআই মোঃ খোরশেদ আলম, এএসআই ওমর ফারুক, এএসআই মাহমুদুল হাসান জামান, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত ৩জনকে গ্রেফতার করে।

তারা হলো, হৃদয় দাস ওরফে আকাশ, মোঃ হানিফ ও মোঃ নজরুল ইসলাম। তাদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ।