ময়মনসিংহে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার আহবান জানিয়েছেন সোমনাথ সাহা
গ্রামে-গঞ্জে মেম্বার প্রার্থীরা যেভাবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করে নির্বাচন করেন। আমাদেরও সেভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করতে হবে। আমি হয়তো সবার দ্বারে দ্বারে যেতে পারবো না। তাই আপনাদের প্রত্যেককেই একজন ‘সোমনাথ হয়ে কাজ করতে হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার রাতে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার ব্যবসায়ীক প্রতিষ্ঠান আরএমজি ইন্টারন্যাশনাল এগ্রো লিমিটেড কার্যালয়ে উপজেলা ও পৌর শাখা ইউনিটের নেতা-কর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেছেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
তিনি এসময় আরো বলেছেন, আপনারা অনেক পরিশ্রম করে আমাকে এই পর্যন্ত এনেছেন। আর একটি মাস পরিশ্রম করলে আল্লাহর রহমতে আমরা সফল হবো।
নির্বাচনে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করে সোমনাথ সাহা বলেন, আপনারাই মূলশক্তি। আপনাদের মতামত নিয়েই আমি নির্বাচনে দাঁড়ানোর সাহস করেছি। আপনাদেরকে সাথে নিয়েই আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আমরা আল্লাহর রহমতে বিজয়ী হবো।
এসময় তিনি আরো বলেন, আপনারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবেন। আপনাদের ভোট রক্ষার দায়িত্ব আমার।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি নাজিমুল ইসলাম শুভর সঞ্চালনায় বক্তব্য দেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, রামগোপালপুর চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনি, বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ কালন, সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহিদাস আচার্য, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চু, নারী কাউন্সিলর রোজিনা আক্তার মিতু, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ, উপজেলা মহিলা লীগের আহবায়ক শিউলী চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ গৌরীপুর শাখার সভাপতি তাসলিমা ইয়াসমিন কলি প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন