মহাকাশে ‘তারকা সৃষ্টির’ বিরল দৃশ্য ক্যামেরাবন্দী!

সম্প্রতি মহাকাশের এক বিরল দৃশ্য ক্যামেরাবন্দী করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। যে ছবিতে উঠে এসেছে দুটি গ্যালাক্সির সংঘর্ষের দৃশ্য।

এ রকম সংঘর্ষ থেকেই নতুন করে তারকা সৃষ্টি হয়ে থাকে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

জানা যায়, মহাকাশে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণরত টেলিস্কোপ হাবল থেকে এ ছবি তোলা হয়েছে। আর এ সংঘর্ষ যেন স্বর্গীয় এক পাখির রূপ নেয়। অন্তত পৃথিবী থেকে দেখতে তেমনই মনে হয়েছে। সংঘর্ষে যে দুটি গ্যালাক্সি এমন অদ্ভুত রূপ নিয়েছে, তাদের নাম এআরপি ১৪২। এ গ্যালাক্সি জোড়া একত্রে স্পাইরাল রূপ নেয়, যার নাম দেওয়া হয়েছে এনজিসি ২৯৩৬। দুটি গ্যালাক্সি যখন কাছাকাছি চলে আসে তখন উভয়ের মাঝে আকর্ষণ বৃদ্ধি পায়। প্রচণ্ড আকর্ষণে পরস্পর পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।