মহাজোটে থেকেই ২০০ আসনে জাতীয় পার্টির প্রার্থী!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/11/8a74c6c29878b188fed2ae8ac87fd76d-5bfbcd56f247f.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০০ আসনে দলীয় প্রার্থীদের মনোনয়ন দেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে থাকলেও তারা এ প্রার্থী দেবে বলে জানিয়েছেন জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা মহাজোটের সঙ্গে নির্বাচন করব। আওয়ামী লীগসহ শরিক জোটের সঙ্গে আসন ভাগাভাগির পর প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।’
জাপা মহাসচিব বলেন, ‘বেশক’টি আসনে উন্মুক্ত লড়াই হওয়ার আশায় আমরা এত আসনে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
এর আগে গতকাল বোরবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা। এ সময় জাতীয় পার্টিকে ৪০টি আসন দেয়ার কথা জানানো হয়। তবে জাপা নেতারা জানান, আওয়ামী লীগ তাদের আরও আসন দেয়ার আশ্বাস দিয়েছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন