মাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন অভিনেত্রী শার্লিন
ছোটপর্দার পরিচিত মুখ, অভিনেত্রী শার্লিন ফারজানার মা ফরিদা খান আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। শনিবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ আসর জানাজা শেষে হয় শার্লিনের মাকে বনানী গোরস্তানে দাফন করা হয়।
দুপুর পৌনে তিনটায় নিজের ফেসবুক ওয়ালে মায়ের মৃত্যু সংবাদ জানান শার্লিন। জানা গেছে, শার্লিনের মা ফরিদা খান হেনা দীর্ঘদিন থেকেই গুরুতর অসুস্থ ছিলেন। গত ২৬ জুন ভোর থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। শেষ সময়গুলো শার্লিন মায়ের সঙ্গেই কাটিয়েছেন।
মাকে হারিয়ে ভীষণ শোকাহত শার্লিন। অনেকটাই বাকরুদ্ধ হয়ে পড়েছেন তিনি। শার্লিন তার মায়ের বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
ছোট পর্দায় অভিনয়ের শুরু থেকেই দর্শকপ্রিয় শার্লিন ফারজানা।সম্প্রতি তিনি চলচ্চিত্রে কাজ করার লক্ষ্যে মঞ্চে কাজ করছেন। গেল ঈদে শার্লিনা অভিনীত ‘চক্র’, ‘টুকরো প্রেমের বাঁধন’, ‘ওয়াদা’, ‘মেঘনীল’, ‘যে তুমি হরণ করো’, ‘বুলির বেলকনি’, ‘বাইশে শ্রাবণ’, ‘শূন্যতা’, ‘আই অ্যাম জয়নাল’সহ আরো বেশ কয়েকটি প্রচারিত হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন