মাগুরায় বিতর্ক উৎসব অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি : ‘যুক্তির আলিঙ্গনে মুক্ত করি অজ্ঞতার জট’ এই শ্লোগানকে সামনে রেখে মাগুরা জেলা প্রথমবারে মত উদ্যাপতি হয় বির্তক উৎসব। মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের এ বিতর্ক উৎসবের আয়োজন করে। স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে শুক্রবার এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। এ উৎসবে মাগুরা জেলা প্রায় ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক নবীন বিতার্কিকরা অংশ গ্রহন করেন।
মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান জহির ইকবল নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আতিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান, বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, আর্দশ কলেজের অধ্যক্ষ সুর্য কান্ত বিশ্বাস, মাগুরা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শামীম আহমেদ খান প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ আর্কষন ছিলো বরিশাল, নোয়াখালি, রাজশাহী, খুলনা, যশোর মাগুরা আঞ্চলের আঞ্চলিক ভাষায় বির্তক উপস্থাপন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন