মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন কয়েক সপ্তাহ আগে সন্তান জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার মাতৃত্বকালীন ছয় সপ্তাহের ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি জানান, আমার সন্তান অনেক ভালো আছে। আমি নিজেও অনেক ভালো আছি। সন্তানকে সময় দিচ্ছি। এখন আমাদের কথা বলার কোনো সময় নেই। তবে মেয়ে নেভকে দোলনায় এপাশ-ওপাশ করানোর প্রয়োজন হওয়ায় আমার চলাফেরায় কিছুটা পরিবর্তন আনতে হচ্ছে।
জানা গেছে, ৩৮ বছর বয়সী এই প্রধানমন্ত্রী শিগগিরই দেশটির রাজধানী ওয়েলিংটনে চলে যাবেন। প্রধানমন্ত্রীর স্বামী ক্লার্ক গেফর্ড বাড়িতেই থাকার পরিকল্পনা করছেন। তিনিই মেয়ের দেখভাল করছেন।
উল্লেখ্য, এর আগে মাত্র একজন প্রধানমন্ত্রী দায়িত্ব পালনকালে সন্তান জন্ম দিয়েছেন। সেই হিসেবে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালনকালে সন্তানের জন্ম দিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন