মাদারীপুরের কালকিনিতে অর্ধশতাধিক ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জেরে গফুর বেপারী নামের শিক্ষা অফিসের এক কর্মকর্তার জমির অর্ধশতাধিক আম গাছের চারা প্রতিপক্ষের বিরুদ্ধে কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি সোমবার সকালে ঘটেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

গফুর বেপারী মাদারীপুর প্রাথমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষের দায়িত্বে রয়েছেন। এই ঘটনায় ওই হিসাব রক্ষক কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কালকিনি থানার লিখিত অভিযোগপত্র থেকে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রশিদ বেপারীর ছেলে মাদারীপুর শিক্ষা অফিসের হিসাব রক্ষক গফুর বেপারী তার বাড়ির পাশেই ৭ শতাংশ জমি প্রায় দেড় বছর আগে দলিলমূলে ক্রয় করেন।

এই জমিতে তিনি একটি আমের বাগান করেন। তবে গফুর বেপারী তার চাকুরীর সুবাদে মাদারীপুর জেলা সদরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। এই সুযোগে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার সালাম বেপারীর নেতৃত্বে চুন্নু শিকদার ও নান্নু শিকদারসহ বেশ কয়েকজন লোকজ মিলে গফুর বেপারীর বাগানের ৩৫টি আম আরো ১৫টি অন্যান্য গাছের চারা কেটে ও গোড়া থেকে তুলে ফেলে দ্রæত অন্য জায়গায় সরিয়ে রাখে।

এসময় গফুর বেপারীর বাবা রশিদ বেপারী বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে প্রাণনাশের হুমকি দেয়। পরে এ খবর পেয়ে খাসেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্ত গফুর বেপারী বলেন, ‘আমার দলিল মূলে ক্রয় করা জমির সব আম ও অন্যান্য গাছগুলো কেটে ও গোড়া থেকে তুলে ফেলেছে সালাম বেপারী ও তার লোকজন। আমি কালকিনি থানায় এই ঘটনার সুষ্ঠু প্রতিকার চেয়ে অভিযোগ করেছি।

এই বিষয়ে অভিযুক্ত পক্ষের চুন্নু শিকদার বলেন, ‘ওই জমি গফুরের নয়। এই জমি এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের জমি। এখানে আমরা খেলাধুলা করতাম।’
এই বিষয়ে কালকিনি থানার ওসি নাজমুল হাসান বলেন, গফুর বেপারীর জমির গাছ কেটে ফেলার খবর পেয়ে খাসেরহাট ফাঁড়ি থেকে পুলিশ পাঠানো হয়েছিল।

থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।