মাদারীপুরের কালকিনিতে কালভার্ট ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

মাদারীপুরের কালকিনিতে গত মঙ্গলবার রাতে কালভার্ট ভেঙে উপজেলার পালরদী নদীর পাড় ঘেঁষে তৈরি সিডিখান ইউনিয়ন ও সাহেবরামপুর ইউনিয়নের সংযোগ সড়কের জাইল্লারহাট এলাকার যোগাযোগবিচ্ছিন্ন হয়ে গেছে। এতে দুই ইউনিয়নসহ আশে পাশের বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েছে ৪০হাজার মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পালরদী নদীর পাশে কালভার্টটির মাধ্যমে সিডিখান ইউনিয়ন ও সাহেবরামপুর ইউনিয়নের সংযোগসড়কের চর দৌলতখান ৭নং ওয়ার্ড, সাহবেরামপুরের মধ্য আন্ডারচর ২নং ওয়ার্ডসহ ৪টি গ্রামের প্রায় ৪০হাজার মানুষ এই রাস্তায় চলাচল করত জানান স্থানীয়রা। এসব গ্রামের বেশির ভাগ মানুষ কৃষিজীবী হওয়ায় প্রতিদিনই কৃষিপণ্য নিয়ে তার বিভিন্ন হাট-বাজারে যেতেন। এখনে রয়েছে ২টি উচ্চ বিদ্যালয়, ৬টি মাদ্রাসা, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানসহ ৪টি হাট-বাজার। এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে প্রায় ৯ফুট চওড়া সড়কটির ৩০ফুট অংশ। এছাড়া ঝুঁকির মুখে রয়েছে সিডিখান ইউপির ৯নং ওয়ার্ডের ৪৯নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জাইল্লার হাট বাজারসহ স্থানীয় সত্তার মওলানার মাজারসহ রাস্তার পাশে থাকা অন্তত ৩০টি বসতঘর।

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডে উপ-সহকারী মাহবুবুর রহমান বলেন, ঝুঁকিপূর্ণ ওই তিনটি স্থানে আমরা পরিদর্শন করেছি। খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।