মাদারীপুরের শিবচরে ২ ভ্যানের সংঘর্ষে এক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরের শিবচরে দুই ভ্যানের সংঘর্ষে এক নারীর ডান পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। সাফিয়া বেগম (৫০) নামে নারীকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত সাফিয়া বেগম উপজেলার উমেদপুর ইউনিয়নের কুমেরপাড় এলাকার আইয়ুব আলী মোল্লার স্ত্রী। শনিবার (১৫ জুলাই) সকালে শিবচর-পাঁচ্চর আঞ্চলিক সড়কের খানকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সকালে সাফিয়া বেগম মেয়েকে সাথে নিয়ে ঢাকায় যাবার জন্য বের হয়। শিবচর থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে পাঁচ্চরের উদ্দেশ্যে রওনা হয়। পথে শিবচর-পাঁচ্চর সড়কের খানকান্দি এলাকায়ে আসলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অপর ভ্যানটি সরাসরি পায়ে আঘাত করলে ঘটনাস্থলেই পা বিচ্ছিন্ন হয়ে যায় তার। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সোলাইমান জানান, মহিলাটিকে পা বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেছি। তার অবস্থা আশঙ্কাজনক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন