মাদারীপুরের সদর হাসপাতালে দুদকের অভিযানে অনিয়ম মিলেছে
দুর্নীতি দমন কমিশন (দুদক) সোমবার (২৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুর জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে বেশকিছু অনিয়ম পেয়েছে দুদকের কর্মকর্তারা। এসময় দুদকের উপস্থিতি টের পেয়ে দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়।
দুদকের মাদারীপুর অফিসের সহকারী পরিচালক মো. আকতারুজ্জামান জানান, জেলা সদর হাসপাতালে রোগীদের প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে এবং প্রতারিত করা হচ্ছে। বিষয়টি দুদকের জরুরি ১০৬ নম্বরে কল দিয়ে অভিযোগ জানান এক রোগী।
পরে মাদারীপুর জেলা কার্যালয়ের দুদকের কর্মকর্তারা প্রধান কার্যালয়ের নির্দেশনায় সদর হাসপাতালে অভিযানে আসেন। এসয়য় দুদক কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে দালাল চক্র পালিয়ে যায়। পরে তারা জেলার সিভিল সার্জন কার্যালয়ের স্টোর রুমের মজুদ করা ওষুধপত্রের সত্যতা যাচাই করেন।
তিনি আরো জানান, অভিযান চলাকালে রোগীদের সাথে অসদাচরণ, কেবিন ও সিট পেতে উৎকোচ গ্রহণ, অফিস টাইমে চিকিৎসক না থাকাসহ হাসপাতালের বেশকিছু ত্রুটি পাওয়া গেছে, যা ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে সুপারিশ করা হবে। রোগীদের মানসম্মত সেবা দেওয়ার লক্ষ্যে নিয়মিত এই অভিযান চলবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন