মাদারীপুরে একটি হত্যা মামলার রায়ে ৪ জনের মৃত্যুদন্ড প্রদান
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলার ব্যবসায়ী সোহেল মল্লিক হত্যা মামলার রায়ে দিয়েছেন আজ সোমবার দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন আহম্মদ এ রায়ে নিহতের আপন মামা ও সৎ ভাইসহ ৪ জনকে মৃত্যুদন্ড দিয়ে থাকেন। শিবচরের বহেরাকান্দি ইউনিয়নের জাদুয়ারচর গ্রামের সিদ্দিক মল্লিকের ছেলে নিহত সোহেল।
মামলার বিবরণে সূত্র থেকে জানা যায়, ২০১৩ সালের ৮ আগস্ট সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের কারনে ব্যবসায়ী সোহেলকে কুপিয়ে হত্যা করে। এই হত্যা কান্ডের পরে নিহতের বাবা সিদ্দিক মল্লিক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসমি করা হয় সোহেলের আপন মামা খালেক হাওলাদার, মিজানুর রহমান, শাহিন হাওলাদার ও সৎ ভাই আল-আমিন খানকে। এরপরে পুলিশ মামলার তদন্ত শেষে করে ৪ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। তবে এর আগে আসামিদের গ্রেফতার করার পরে, তারা আবার কোর্ট থেকে জামিন নিয়ে এখন পলাতক আছেন। এ রায়ে নিহতদের পরিবার অনেক সন্তষ্টি হয়েছেন।
মাদারীপুরের কোর্টের পিপি এমরান লতিফ বলেন, ৪ জনের মৃত্যুদন্ড এ হত্যা মামলায় রায়ে প্রদান করেন মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন আহম্মদ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন