মাদারীপুরে জেলা ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিমন মজুমদার লাশ আজ সোমাবার সকাল সাড়ে ৯টার সময়ে মাদারীপুর শহরের বাদামতলা এলাকায় একটি নির্মাণাধীণ ভবনের দোতলায় গলায় গামছা পেঁচানো অবস্থায় থেকে পুলিশ এসে তার লাশটি উদ্ধার করে। নিহত লিমন শহরের সবুজবাগ এলাকার বাবুল মজুমদারের ছেলে।
ঘটনার সূত্র থেকে জানা যায়, সকালে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিমনের লাশ মাদারীপুর শহরের বাদামতলা এলকায় ভূইয়া কমিউনিটি সেন্টাররের পিছন দিকের একটি নির্মাণাধীণ ভবনের দোতলায় গলায় গামছা পেঁচানো অবস্থায় থেকে তার লাশটি মাদারীপুর সদর থানা পুলিশ এসে উদ্ধার করেছে।
মাদারীপুর সদর থানার পুলিশের কর্মকর্তা বলেন, সমস্ত ঘটনাটি তদন্ত করে দেখা ছারা এখন কিছুই বলা সম্ভব হচ্ছে না। লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন