মাদারীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত নারী-পুরুষকে সনদপত্রসহ সেলাই মেশিন বিতরণ

মাদারীপুরে দারিদ্র্য নিরসন ও নারী উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে সনদপত্র প্রদান এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩অক্টোবর) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে সেলাইমেশিন ও সনদ প্রদান করেন বাংলাদেশ আওয়ামি লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর ০২ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।

জেলার বিভিন্ন এলাকার কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ নারী-পুরুষকে সনদপত্র, সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ নারীকে সেলাইমেশিন এবং সনদপত্র দেওয়া হয়। এ সময় প্রশিক্ষণপ্রাপ্তদের এককালীন ভাতাও দেওয়া হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের সদস্য আয়শা সিদ্দিকা,স্থানীয় এমপির প্রতিনিধি আজিজুর রহমান শিবু খান জেলা পরিষদের সকল কর্মকতা-কর্মচারী ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীবৃন্দ সহ অনেকেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাঈম।