মাদারীপুরে বিজ্ঞান মেলা
মাদারীপুর প্রতিনিধি : ‘বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মূলশক্তি’ এ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা অঙ্গনে আয়োজিত মাদারীপুরে ৪০তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন উপলক্ষে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং ৩য় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড চলছে। এর আগে মঙ্গলবার সকালে এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে বিজ্ঞান মেলা এবং ৩য় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
এর উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নূর হোসেন (সজল)। এ সময়ে আরোও উপস্থিত ছিলেন মাদারীপুরের সদর উপজেলার ইএনও সাইফুদ্দিন গিয়াসসহ অন্যান্যরা।
এ বিজ্ঞান মেলায় জেলা ও উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা তাদের বিভিন্ন ২০টি স্টল নিয়ে অংশগ্রহন করে। স্কুলের ছাত্র-ছাত্রীরা স্টল গুলিতে তাদের বিজ্ঞানের চিন্তায় থেকে ছোট ছোট অবিস্কার নিয়ে আসে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন