মাদারীপুরে বোমা বিস্ফোরণের উড়ে গেলো ঘর, আহত অন্তত ৫
মাদারীপুরের কালকিনি উপজেলার চর দৌলতখান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান মোল্লার বাড়িতে বোমা বিস্ফোরণের পর উড়ে গেছে ঘর। সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত একটার দিকে এ ঘটনায় ইউপি সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৫ জন।
আহতার হলেন সিডিখান ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের নুরাই বেপারীর ছেলে ইয়ামিন বেপারী এবং দক্ষিণকান্দি গ্রামের মৌজালী শিকদারের ছেলে সুমন শিকদার। তাদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য মান্নান মোল্লার একটি পরিত্যক্ত ঘরে কয়েকজন যুবক হাতবোমা তৈরি করছিলেন এসময়ে রাত একটার দিকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটলে ঘরটি বিধ্বস্ত হয়। এতে কয়েকজন আহত হলে তাদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে অবস্থায় অবনতি হলে পরে তাদের বরিশাল মেডিকেলে পাঠানো হয়।
স্থানীয়দের ধারণা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য বোমাগুলো তৈরি করা হচ্ছিল মনে হয়।
কালকিনি থানার ইন্সপেক্টর (তদন্ত) তাসির উদ্দিন শেখ জানান, এধরনের একটি ঘটনার কথা আমরা শুনেতে পেয়েছি। সেটি কি বোমা বিস্ফোরণ না অন্য কিছু এ বিষয়টি সম্পর্কে আমরা এখনই নিশ্চিত নই। বিষয়টি নিয়ে এখন যাচাই বাছাই চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন