মাদারীপুরে শতাধিক প্রতিবন্ধীর ভাতা আত্মসাৎ করলেন সমাজসেবা অফিসার
মাদারীপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. উজ্জ্বল মুন্সী বিরুদ্ধে অভিনব কায়দায় অসহায় শতাধিক প্রতিবন্ধীর ভাতা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ১৫ ইউনিয়নে ৫ হাজার ৩৭০ জন প্রতিবন্ধীকে ভাতা প্রদান করা হয়। এর মধ্যে শতাধিক প্রতিবন্ধীর অভিভাবকের বিকাশ নম্বরে বছরে এক বার বা দুই বার ২ হাজার ৫৫০ টাকা করে ঢুকলেও বাকি সিংহভাগ টাকা ভিন্ন ভিন্ন বিকাশ নম্বরে পাঠিয়ে তিনি নিজেই উত্তোলন করে নিয়েছেন।
অথচ, এর কিছুই জানে না বহু প্রতিবন্ধীর অভিভাবক।
সময়মতো ভাতা না পেয়ে ভুক্তভোগী অভিভাবকরা তাদের প্রতিবন্ধী সন্তানদের নিয়ে দিনের পর দিন সময় কাটাচ্ছেন অফিসের বারান্দায়। সেখানেও তারা হয়রানীর শিকার হচ্ছেন। অথচ সঠিক কোন সমাধান পাচ্ছেন না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন