মাদারীপুরে সুষ্ঠ নির্বাচনের জন্য সদর থানার ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
মাদারীপুর প্রতিনিধি : আসছে ১৮ জুন মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে যাতে পক্ষপাতের অভিযোগ না উঠে এ কারনে বাংলাদেশ নির্বাচন কমিশন মাদারীপুরে সদর থানার ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি করেছে।
সূত্র থেকে জানা গেছে, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রত্যাহারের চেয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেন সদর উপজেলা পরিষদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী কাজল কৃষ্ণ দে। তিনি প্রত্যাহার চেয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান, সদর থানার সাব ইন্সপেক্টর শ্যামলেন্দু ঘোষ ও আঙ্গুলকাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী রমজানুল হককে। তার এই আবেদন কারনে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে মাদারীপুরে সদর থানার ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা অন্যত্র বদলি নির্দেশ দিয়ে থাকেন। বিষয়টির সূত্র হতে আজ শুক্রবার মাদারীপুর পুলিশের কর্মকর্তার নিকট থেকে জানা যায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন