মাদারীপুরে হাত বাধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/01/ঝুলন্ত-লাশ-উদ্ধার.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে হাত বাধা অবস্থায় সোলাইমান সরদার (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
সদর উপজেলার ইউনিয়নের পখিরা গ্রামের এক বাগান থেকে সোমবার (১১ জানুয়ারি) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
সোলইমান ওই এলাকার সিকিম আলী সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সোলাইমানের বাড়ির পাশে একটি বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় সোলাইমানকে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে হাত বাধা অবস্থায় ঝুলন্ত লাশটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে।
নিহত সোলাইমানের মা হালিমন বেগম জানান, আমার সন্তানকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া বলেন, হাত বাধা অবস্থায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলতে পারবো হত্যা না আত্মহত্যা। তাছাড়া এখনো কেউ অভিযোগ করেনি। এ বিষয়য়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন