মার্কিন নির্বাচন নিয়ে কাঠগড়ায় টুইটার
মার্কিন নির্বাচনে রাশিয়ার আঁতাত নিয়ে এখনো তদন্ত চলছে। আগামী সপ্তাহে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের প্রতিনিধিদের জিজ্ঞাসাবাদ করবে আমেরিকার সিনেট কমিটির গোয়েন্দা শাখার কর্মকর্তারা।
বৃহস্পতিবার রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসলেও ধারণা করা হয় ২০১৬ সালের নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন নির্বাচন রাশিয়া দ্বারা প্রভাবিত হয়েছিল। এ নিয়ে ট্রাম্পের ছেলে-জামাতাকেও জিজ্ঞাসাবাদ করেছে সিনেট কমিটি।
কমিটির সদস্যরা নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার মধ্যে কোনো যোগশাজশ ছিল কী না- তার বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছেন। কমিটির বিশেষ পরামর্শকের দায়িত্বে আছেন রবার্ট মুয়েলার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন