মাশরাফি-রুবেলদের ছাড়িয়ে গেলেন খাদিজা
সোমবার সিরিজের একমাত্র ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এদিন প্রথমে ব্যাট করা পাকিস্তানকে ৯৪ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। যার নেতৃত্বে ছিলেন স্পিনার খাদিজা তুল কুবরা। এদিন তিনি একাই নিয়েছেন ৬ উইকেট। আর এর মধ্যে দিয়ে মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনদের ছাড়িয়ে গেলেন ২৩ বছর বয়সী এই নারী ক্রিকেটার।
এদিন ৯. ৫ ওভার বল করে মাত্র ২০ রানে ৬ উইকেট নিয়েছেন খাদিজা। বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে এটিই প্রথমবারের মতো ৫ উইকেট নেওয়ার রেকর্ড। তবে এদিন পুরুষ দলের রেকর্ডকেও ছাড়িয়ে গেলেন তিনি। তার ২০ রানের ৬ উইকেট নেওয়ার বোলিং ফিগারটি নারী-পুরুষ মিলিয়ে ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিং ফিগার এখন।
এর আগে ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিং ফিগার ছিল ২৬ রানে ৬ উইকেট। যেটি করেছিলেন মাশরাফি। একই বোলিং রেকর্ড আছে রুবেলও। কিন্তু সেই ফিগারকে পেছনে ফেলে খাদিজা এখন ওয়ানডে সংস্করণে বাংলাদেশের সেরা বোলিং ফিগারের মালিক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন