তারেকের ফাঁসি না হওয়ায় সন্তুষ্ট নয় আ.লীগ

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে আদালতে উঠে আসা বিএনপি নেতা তারেক রহমানের ফাঁসির রায়ের প্রত্যাশায় ছিল আওয়ামী লীগ। আর প্রত্যাশিত রায় না পাওয়ায় পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি ক্ষমতাসীন দল।

রায়ের পর পর রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিলম্বিত হলেও আমরা এই রায়ে অখুশি নই। তবে পুরোপুরি সন্তুষ্টও নই। কারণ এ রায়ে হামলার পরিকল্পনার মাস্টারমাইন্ড যে ছিল, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়নি।’

২০০৪ সালের ২১ আগস্ট হামলার ১৪ বছর পর বুধবার ঘোষিত রায়ে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উপমন্ত্রী আবদুস সালাম পিণ্টুসহ ১৯ জনের ফাঁসি এবং তারেক রহমানসহ আরও ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। আরও ১১ আসামির দণ্ড হয়েছে বিভিন্ন মেয়াদে।

হামলার পর প্রকৃত হামলাকারীদের বাঁচিয়ে নিরীহ জজ মিয়াকে ফাঁসানোর চেষ্টা, আলামত গায়েবসহ নানা ঘটনায় বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। আর মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টার কারণে তদন্তেই পরে কেটে গেছে আটটি বছর। এরপর শুনানি হয়েছে আরও ছয় বছর।

হামলাটি হয়েছিল সে সময়ের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার চেষ্টায়। আর আহত-নিহত সবাই আওয়ামী লীগেরই নেতা-কর্মী। আর দীর্ঘ সময় পেরিয়ে রায় ঘোষণা হওয়ায় এক ধরনের স্বস্তি আছে বর্তমান ক্ষমতাসীন দলে।