মাহীর মনোনয়ন বৈধ
জাতীয় যুক্তফ্রন্ট নেতা ও বিকল্পধারার সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বৈধ। ফলে তিনি নির্বাচন করতে পারছেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে রোববার সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সায়লা ফারজানা মাহীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেন।
মাহী মুন্সীগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দেন। শ্রীনগর ও সিরাজদিখান নিয়ে মুন্সীগঞ্জ-১ আসন।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে যাচাই-বাছাই শেষে মুন্সীগঞ্জের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ও বাতিলের তালিকা প্রকাশ করা হয়।
মুন্সীগঞ্জ-১ আসনে মাহির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে এ আসনে বিএনপির বিকল্প প্রার্থী শেখ আবদুল্লাহর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।
মুন্সীগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির নোমান মিয়ার মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।
মাহী বি চৌধুরী বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর ছেলে। বি চৌধুরী এ আসন থেকেই নির্বাচন করতেন। এবার এই আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়ে লড়বেন মাহী। তিনি এ আসনের সাবেক এমপি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন