মিরপুরে র্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়েছে জঙ্গিরা
রাজধানীর মিরপুরে মাজার রোডের একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মিরপুর মাজার রোডের একটি বাড়ি থেকে জঙ্গিরা র্যাবকে লক্ষ্য করে হাতে তৈরি গ্রেনেড (আইইডি) ও পেট্রোল বোমা ছুড়ার পর বাড়িটি ঘিরে রেখেছে র্যাব।
ওই এলাকার বাসিন্দা একটি টিভি চ্যানেলের উপস্থাপক সাকলায়েন রাসেল ফেসবুকে লিখেছেন, ‘ট্রান্সফরমার বার্স্ট হয়েছে বলে ভেবেছিলাম, এখন দেখি বোমা বিস্ফোরণ। আমাদের বেড রুম ধোয়ায় ভরে গেছে। বিকট শব্দে পাশের বিল্ডিংয়ের গ্লাস ভেঙে গেছে। পর পর ৫/৬ টি বোমা ফাটালো। পুরো এলাকা র্যাব-পুলিশ ঘিরে রেখেছে। সম্ভাব্য র্যাবের অভিযানের ভয়ে আমরা ফ্ল্যাটের মাঝখানে অবস্থান নিয়েছি। আন্দাজ করছি পাশের বাড়িতে কিছু একটা হচ্ছে! থেমে থেমে গুলির শব্দ পাচ্ছি।
মুফতি মাহমুদ খান আরো জানান, র্যাবের পক্ষ থেকে সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণের আহবান জানানো হয়েছে। তবে এখনো কোনো সাড়া মেলেনি। ছয়তলা ওই ভবনটির অন্য বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন