মিয়ানমারে ফের নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত ৮
মিয়ানমারে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের ওপর ফের গুলি চালিয়েছে নিরাপত্তাবাহিনী। এতে ৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। রবিবার দেশজুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হলে তাতে গুলি চালায় নিরাপত্তাবাহিনী। খবর বিবিসির
খবরে বলা হয়েছে, নতুন করে রবিবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দেয়া জান্তাবিরোধীরা। এতে হাজার হাজার মানুষ অংশ নেন। বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ।
নিহতদের মধ্যে ওয়েটলেট শহরে তিন জন, শান রাজ্যের দুই শহরে দুজন রয়েছেন। এ ছাড়া সেনাবাহিনী গুলিতে ইয়াঙ্গুন এবং মান্দালয় শহরে তিনজন নিহত হয়েছেন।
বিক্ষোভের আয়োজকরা এক বিবৃতিতে ‘মিয়ানমারের জনগণের ঐক্যের কণ্ঠে বিশ্বকে কাঁপিয়ে’ দেয়ার আহ্বান জানিয়েছেন।
গত ১লা ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এসময় প্রেসিডেন্ট উইন্ট মিন্ট, অং সান সু চিসহ শীর্ষ রাজনৈতিক নেতাদের আটক করা হয়। তারপর থেকেই জান্তাবিরোধী বিক্ষোভ করছে দেশটির সাধারণ মানুষ। এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে সাড়ে ৭ শতাধিক বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন