মীরাক্কেলের পাভেল ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে
সাইদুর রহমান পাভেল। ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৯’ এর দ্বিতীয় রানার্স আপ। জনপ্রিয় এ টিভি শো’য়ে বাংলাদেশ থেকে অংশ নিয়ে পরিচিতি পেয়েছেন পাভেল। হয়ে উঠেছেন ‘মীরাক্কেলের পাভেল’। প্রতিযোগিতা শেষে দেশে ফিরে নাটকে ব্যস্ত হয়েছেন তিনি।
এবার আলোচিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর তৃতীয় সিজনে যুক্ত হয়েছেন সেই ‘মীরাক্কেলের পাভেল’। নাটকে ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে দেখা যাবে তাকে। এমনটাই জানা গেছে নাটকটির পরিচালক কাজল আরেফিন অমির শেয়ার করা ফেসবুক পোস্ট থেকে।
ফেসবুক পোস্টের সূত্রে আলাপ পাভেলের সঙ্গে। ব্যাচেলর পয়েন্টে যুক্ত হওয়া প্রসঙ্গে সময় নিউজকে তিনি বলেন, ‘ভালো লাগছে। সত্যি ভালো লাগছে। ব্যাচেলর পয়েন্ট আলোচিত এবং জনপ্রিয় নাটক। এ নাটকের অংশ হতে পেরে ভালো লাগছে। অন্যরকম ভালো লাগা।’
যোগ করে পাভেল আরও বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট নাটকের প্রতিটি সদস্য আমাকে খুব সাদরে গ্রহণ করেছে। কাবিলা, হাবু ভাই, পাশা ভাই, শুভ- সবাই, সবাই খুব আপন করে নিয়েছে। ভালো লাগছে, আমি এখন ওই পরিবারের একজন সদস্য।’
এখনো ‘জাকির’ চরিত্রটি পর্দায় আসেনি। শুধু পরিচালক কাজল আরেফিন অমি নিজের ফেসবুকে তার একটি ছবি শেয়ার করেছেন। আর তাতেই সাড়া পাওয়া শুরু করেছেন পাভেল। এমনটা জানিয়ে এ অভিনেতা বলেন, ‘অমি ভাই ফেসবুকে যে পোস্ট করেছেন, তাতেই দর্শকের কাছে পৌঁছে গেছি। এলাকার মধ্যে অলরেডি জাকির নামে ডাকা শুরু করেছে। এত দিন মীরাক্কেলের পাভেল ছিলাম। এখন জাকির হয়ে গেছি। জাকির, জাকির ভাই, এই জাকির ভাই, এই জাকিররা- এসব নামে ডাকা শুরু করেছে সবাই আমাকে। মজা, অন্যরকম একটা মজা লাগছে।’
নোয়াখালীতে শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল? এমন প্রশ্নের উত্তরে মীরাক্কেলখ্যাত এ স্ট্যান্ড আপ কমেডিয়ান বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট নাটকের প্রতি দর্শকের ভালোবাসা দেখে আসছি। পরিচালকের প্রতি দর্শকের ভালোবাসা দেখে আসছি। একজন পরিচালককে দেখার জন্য, তার সঙ্গে ছবি তোলার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে সেটা নোয়াখালী না গেলে বুঝতে পারতাম না। বাংলাদেশে মানুষ তারকাদের প্রতি আগ্রহ থাকে। কিন্তু এবার দেখে আসলাম, পরিচালকের প্রতি আগ্রহ।’
আলাপকালে পাভেল জানান, বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিক নাটক এবং একক নাটকের চিত্রায়ণ নিয়ে ব্যস্ত তিনি। এরই মধ্যে শেষ করেছেন কয়েকটি ধারাবাহিক নাটক। যেগুলো প্রচারের অপেক্ষায় রয়েছে। পাভেল আরও জানান, এখনই বড়পর্দায় আসার ইচ্ছা নেই তার। ছোটপর্দায় আরও কাজ করতে চান। আরও শিখতে চান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন