মুকসুদপুরের প্রধান শিক্ষককে বিরুদ্ধে অভিযোগ দিয়ে হয়রানি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া বাগুমৃধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া, ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করে যাচ্ছে কিছু কুচক্রিমহল।
গত ১০ সেপ্টেম্বর রবিবার মিতা আহমেদ বাদী হয়ে বাগু মৃধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাওলার বিরুদ্ধে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের চেয়ারম্যান, গোপালগঞ্জ জেলা প্রশাষক, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে কিছু ভিত্তিহীন মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, প্রধান শিক্ষক জাল সনদে চাকরী নিয়েছেন, নিয়োগ প্রক্রিয়ায় গড়িমশি ছিলো, বিদ্যালয়ের যায়গা দখল করে প্রধান শিক্ষকের নীজ বাড়ি নির্মাণ, বালু ভরাটের টাকার অনিয়ম, অবৈধভাবে বিদ্যালয়ের গাছ বিক্রি, বিদ্যালয়ের ল্যাপটপ তার বাড়িতে নিয়ে রেখেছেন। বিদ্যালয় পরিদর্শন এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা সকল অভিযোগ খতিয়ে দেখে এর কোন সত্বতা পাওয়া যায়নি।
এছাড়াও ৩১ আগষ্ট স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনের তফশিল ঘোষনা করা হয়। ২১ সে সেপ্টেম্বর নির্বাচনের কথা থাকলে তার আগেই ৬ প্রার্থীর মধ্যে ২ প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দীতায় ৪ জন নির্বাচিত হলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের ও আইনশৃংখলা অবনতির আশঙ্কায় নির্বাচন স্থগিত করা হয়। নির্বাচিত প্রার্থীদের দাবি তাদেরকে বিনা প্রতিদ্বন্দীতায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হিসাবে ঘোষনা করতে হবে। তারা পূনরায় নির্বাচন গ্রহণ করবেন না।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাওলা জানান, আমার বিরুদ্ধে যেসকল অভিযোগ আনা হয়েছে সব অভিযোগ ভুয়া, ভিত্তিহীন। বিদ্যালয়ের গাছ বিক্রি করে বিদ্যালয় ভবনের ২য় তলার ব্যাঞ্চ বানানো হয়েছে, বালু ভরাট করার পরে তিনবার চেক করে রিপোর্ট দেয়ার পরে বিল দাখিল করা হয়েছে, বিদ্যালয় চত্বরের বাইরে অন্য মালিকের নিকট থেকে জমি কিনে বাড়ি করেছি যার দলিল পর্চা এবং আমার নামে মিউটিশন আছে, বিদ্যালয়ের ২০ পিসি ও ২টি ল্যাপটপ বিদ্যালয় ল্যাবে রয়েছে।
আমার বিএড সার্টিফিকেট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, আমার স্ত্রীকে লাইব্রেরীয়ান হিসাবে যোগদান করানো হয়েছে, তার লাইব্রেরীয়ানের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সনদপত্র রয়েছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হবে। কৃষ্ণাদিয়া বাগুমৃধা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নির্বাচন সাময়িক স্থগিতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মিতা আহমেদ এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি অবনতি হওয়ার আশংকা করে গত ৫ সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ দ্বায়ের করে। সে আবদনের প্রেক্ষিতে নির্বাচনী কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন