মুখের দুর্গন্ধ দূর করবে বেদানার খোসা
মুখে গন্ধ হলে ধারে কাছে কেউই ঘেঁষতে চায় না। এমনকী মনের মানুষটাও যেন তখন দূরে দূরে থাকতে চায়! দুই বেলা দাঁত মেজেও কোনও সমাধান পাওয়া না গেলে, অনেকেই মাউথওয়াশ ব্যবহার করেন। কিন্তু ঘরেই হার্বাল মাউথওয়াশ বানিয়ে ফেলা সম্ভব। আর এর জন্য প্রয়োজন মাত্র কয়েকটি বেদানার খোসা।
বেদানার খোসায় থাকে অ্যান্টি অক্সিডেন্ট, যা মুখের মধ্যেকার ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। মুখের ভিতরে আলসার থাকলে বা মুখে অতিরিক্ত গন্ধ হলেও এটি কাজে লাগে। কী ভাবে বেদানার খোসা ব্যবহার করবেন আসুন জেনে নেওয়া যাক আমাদের আজিকের এই প্রতিবেদন থেকে—
প্রথমে বেদানাটিকে চার টুকরো করুন। এবার ভাল করে খোসা ছাড়িয়ে নিন। তারপরে কড়া রোদে শুকোতে দিন সেই খোসাগুলো। ৩-৪ দিন রোদে রাখুন। খোসার আর্দ্রতা দূর হয়ে তা শুকিয়ে গিয়েছে কি না দেখে নিন। শক্ত খোসাগুলি মিহি করে গুঁড়ো করুন।
এবার এক লিটার পানিতে ২০ গ্রাম বেদানা খোসার গুঁড়ো মিশিয়ে তা ফুটিয়ে নিন। পানি ফুটে গেলে, একটি বোতলে ভরে ফ্রিজে রাখুন। কোথাও বের হবার আগে সেই জল দিয়ে কুলকুচি করুন।
কেবল দুর্গন্ধ যে পালাবে তাই নয়, দাঁতে ক্যাভেটি, ওরাল ক্যানসার ইত্যাদি থেকে দূরে থাকতেও সাহায্য করে এই টোটকা। প্রতিদিন কুলকুচি করেই দেখুন না। মুখের হাসি হবে অক্ষয় আর অবশ্যই সুরভিত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন