মুহিতের বদলে নতুন অর্থমন্ত্রী মুস্তফা কামাল
নানা গুঞ্জন ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বর্তমান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আর কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন নবম সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক। বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন রংপুর-৪ আসনের টিপু মুনসি।
সোমবার শপথ নিতে যাওয়া মন্ত্রিসভায় যারা শপথ নিতে যাচ্ছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন এরই মধ্যে ফোন পেয়েছেন। তবে কারা কোন মন্ত্রণালয় পাচ্ছেন, সেটা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি।
মুস্তফা কামাল গত পাঁচ বছর ধরেই পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এবার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে আগ্রহী বলে চাওর ছিল।
এদিকে, ভোট শেষে সম্প্রতি আরও এক বছরের জন্য দায়িত্ব পালনে আগ্রহের কথা জানিয়েছিলেন মুহিত।
মুস্তফা কামাল অর্থমন্ত্রী হতে যাওয়ায় ফাঁকা হতে যাওয়া পরিকল্পনা মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে যাচ্ছেন বর্তমান অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য। গত পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন আবুল মাল আবদুল মুহিতের ডেপুটি হিসেবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন