মেঘনায় তলা ফেটে লঞ্চে পানি, রক্ষা পেলেন ৩ শতাধিক যাত্রী

রাজধানীর সদরঘাট থেকে লালমোহনগামী এম. ভি. গ্লোরী অব শ্রীনগর – ২ লঞ্চের সঙ্গে একটি কার্গো জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে মেঘনা নদীর মোহনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, বালি বোঝাই ওই কার্গো জাহাজের সঙ্গে এম. ভি. গ্লোরী লঞ্চের ধাক্কা লাগলে লঞ্চটির তলা ফেটে তা অর্ধ নিমজ্জিত হয়ে যায়। এর পর লঞ্চের যাত্রীদের দ্রুত নামিয়ে নিরাপদে নেয়া হয়।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানিয়েছেন, যাত্রীরা সবাই নিরাপদে আছেন। লঞ্চটি অর্ধনিমজ্জিত হয়ে আছে। লঞ্চের মালামাল এখনও সরানোর ব্যবস্থা নেয়া যায়নি।
ঘটনার বিবৃতি দিয়ে এম. ভি. গ্লোরী অব শ্রীনগর লঞ্চের মালিক মো. কামরুল ইসলাম বলেন, প্রায় তিনশত যাত্রী নিয়ে ঢাকা থেকে ভোলার লালমোহনের উদ্দেশে রওনা হওয়া এমভি গ্লোরি অব শ্রীনগর-২ কে রাত পৌনে ১০টার দিকে একটি বালুভর্তি বড় কার্গো ধাক্কা দেয়। এতে লঞ্চের সামনের তলা ফেটে গিয়ে পানি প্রবেশ করতে থাকে।
ওই সময় পেছনে থাকা ভোলা চরফ্যাশন উপজেলার দুলারহাটগামী শ্রীনগর-৮ লঞ্চটি দ্রুত ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধার করে।
তলা ফেটে গেলে চালক দ্রুত লঞ্চটিকে একটি চরে উঠিয়ে দেয়ায় বড় কোনো ক্ষতি থেকে যাত্রীরা রেহাই পেয়েছেন বলে জানান মো. কামরুল ইসলাম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















