মেসির বিয়েতে ৬০০ শ্রমিকের বিদ্রোহ
আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির বিয়েতে গণমাধ্যমের অতিরিক্ত উপস্থিতি থাকবে এটাই স্বাভাবিক। আর এ সুযোগটাই নিতে চেয়েছিলেন ৬০০ শ্রমিক। সম্প্রতি একটি কোম্পানি তাদের চাকরিচ্যুত করে।
গণমাধ্যমের কাভারেজ পাওয়া যাবে সেই আশায় তারা ভিড় জমায় মেসির বিয়ের অনুষ্ঠানস্থলে। মেসির বিরুদ্ধে নয়, শ্রমিকরা সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদে মুখর হন। অনেক কষ্টে পরে সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দেয়া হয়।
গতকাল শুক্রবার রাতে আর্জেন্টিনার রোজারিও শহরের একটি বিলাসবহুল হোটেলে শৈশবের বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোকে বিয়ে করেন মেসি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত সেই বিয়েতে আমন্ত্রিত অতিথি ছিলেন ২৬০ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন