মেহেরপুরে ট্রাকচাপায় প্রাণ গেল প্রধান শিক্ষকের
![](https://ournewsbd.net/wp-content/uploads/2019/04/Track20180109132651.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মেহেরপুর শহরে ট্রাকচাপায় আফতাব আলী (৫৫) নামে এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা গেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আফতাব আলী মেহেরপুর শহরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা এবং দারিয়াপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়াও তিনি মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলামের ভাই।
মেহেরেপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা এ তথ্য নিশ্চিত করে জানান, আফতাব আলী রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় মাথা পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন