মেয়ের জন্মদিনে বাবা এমন কী লিখলেন? যা ভাইরাল হয়ে গেল
মেয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বাবা টুইট করেছেন। আর সেই টুইটে এ পর্যন্ত লাইক পড়েছে প্রায় ৬ লাখ, শেয়ার (রি-টুইট) হয়েছে প্রায় ২ লাখ। সংখ্যাটা দ্রুত বাড়ছে।
অর্থাৎ, মেয়েকে তাঁর জন্মদিনে করা এক বাবার টুইট এখন রীতিমতো ভাইরাল! কিন্তু শুভেচ্ছাবার্তায় বাবা মেয়েকে এমন কী লিখলেন যা ভাইরাল হয়ে গেল? ২১ জুলাই মেয়ে রেইলিনকে তাঁর ২১তম জন্মদিনে ফেসবুকে শুভেচ্ছা জানান বাবা জো পেলেট।
শুভেচ্ছাবার্তায় একটি সিলের সঙ্গে মেয়ের একটি ছবি পোস্ট করে জো লেখেন, ২১তম জন্মদিনের শুভেচ্ছা আমার মেয়ে (বাঁ দিকে) রেইলিনকে। রেইলিন এর জবাবে টুইট করেন, স্পষ্ট করে (ছবিটি) ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ বাবা।
শুভেচ্ছাবার্তার সঙ্গে জুড়ে দেওয়া ছবি দেখে যে কেউ সহজেই বুঝে নিতে পারবেন যে ছবির ডান দিকে বসে রয়েছে একটি সিল। তাই ২১তম জন্মদিনের শুভেচ্ছাবার্তা অবশ্যই ছবির মেয়েটির জন্য।
তা সত্ত্বেও জো পেলেটের টুইটে বন্ধনীর মধ্যে রাখা এই বাঁ দিকে শব্দটিকে আলাদা করে লেখায় তাঁর শুভেচ্ছাবার্তাটি দারুণ মজাদার হয়ে উঠেছে। জোর এই টুইট দেখে তো হেসেই খুন হাজারো মানুষ! জো পেলেট কি না বুঝেই এমনটা লিখে ফেলেছিলেন? না, এনডিটিভিকে রেইলিন জানান, ঠাট্টা করার উদ্দেশ্যেই তাঁর বাবা এমন কাণ্ড ঘটিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন