মোটরসাইকেল চালকের ওপর দিয়ে চলে গেল বাস
রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার দুপুরের দিকে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ওভারব্রিজের কালশি এলাকায় এ দুর্ঘটনা করে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক বলেন, নিহত ব্যক্তিক নাম শিহাব। তিনি ব্র্যাক স্কুলের শিক্ষক ছিলেন। তিনি মোটরসাইকেল নিয়ে কালশি ওভারব্রিজ এলাকা দিয়ে যাওয়ার সময় বসুমতি পরিবহনের একটি বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়।
শিহাবকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শিহাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন