মোদির মুর্তিরও নাক ভাঙা
ভারতের মূর্তি ভাঙার রাজনীতি এখনও চলছে! এবার দুষ্কৃতিদের রোষের মুখে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূর্তি। উত্তরপ্রদেশের কৌশাম্বিতে শিব মন্দিরে স্থাপিত মোদির মূর্তির নাক ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে।
দিনকয়ের ধরে ভারতজুড়ে যে মূর্তি ভাঙার ঘটনা ঘটছে তাতে সুভাষ চন্দ্রের পর আরেক নতুন সংযোজন। ভগবানপুর বহুগারা গ্রামের ঘটনা। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে এলাকার শিব মন্দিরে নরেন্দ্র মোদির মূর্তি স্থাপন করেন বিজেপি নেতা ব্রজেন্দ্র নারায়াণ মিশ্র। বৃহস্পতিবার সেই মূর্তিটির নাক ভাঙা অবস্থায় দেখা যায়।
মোদি যাতে প্রধানমন্ত্রী হন, তার জন্য রোজ ওই মন্দিরে প্রার্থনা করতেন গ্রামবাসীরা। মোদির জয়ের পর সেই প্রার্থনা বন্ধ হলেও এখনও অনেকেই মন্দির পরিদর্শনে যান।
কে বা কারা মোদির মূর্তি ভেঙেছে সে ব্যাপারে স্পষ্টভাবে কিছু জানতে না-পারলেও পুলিশে অভিযোগ জানাবেন বলে ঠিক করেছেন স্থানীয় মানুষ। সরাই আকিল পুলিশ স্টেশনের হাউস অফিসার উমা শঙ্কর যাদব জানিয়েছেন, মূর্তি নষ্ট করার ঘটনা সম্পর্কে তাঁরা এখনও অবগত নন।
শুরুটা হয়েছিল ত্রিপুরাতে বিজেপির জয়ের পর লেনিন-এর মূর্তি ভাঙা দিয়ে। এরপর গোটা ভারতের বিভিন্ন অংশ চোখের বদলে চোখ উপড়ে ফেলার ঘৃণ্য রাজনীতিতে মেতেছে। দক্ষিণ ভারতে পেরিয়ারের মূর্তি ভাঙা হয়, পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালি লাগানো হয়, আক্রমণ থেকে ছাড় পায়নি কেরালার গান্ধি মূর্তিও। এমনকি এই রাজনৈতিক আক্রমণের শিকার হয় নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিও।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন