ময়নসিংহের ঈশ্বরগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/05/মৃত্যু.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জানুয়ারী) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি গ্রামের মৃত হরেন্দ্র চন্দ্র সাহার পুত্র মিঠুন সাহা (৪৩) রবিবার রাতে সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সোমবার সকালে বাড়ির পাশে পুকুর পারে গাছের সঙ্গে দঁড়ি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করেন।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, যুবকের মৃত্যুটি হত্য না আত্মহত্য এটা এখনই বলা যাচ্ছে না। তবে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে মর্গে প্রেরণ করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন