ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আওয়ামীলীগের হামিদুর রহমানের স্বরণে মিলাদ মাহফিল
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ হামিদুর রহমানের স্বরণে লক্ষীগঞ্জ বাজারে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
শুক্রবার (১৩ জানুয়ারি) মাইজবাগ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মাহফিলে সভাপতিত্ব করেন মাইজবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ নুরুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজবাগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মুহাম্মদ সরজুল ভূইয়া।
এছাড়াও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও আওয়ামীলীগ নেতা মুহাম্মদ ছাইদুল গণি ভূইয়া (রুমন), আওয়ামীলীগ নেতা মুহাম্মদ আবু বাহারুল আলম মজনু,মাইজবাগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা মুহাম্মদ মিজানুর রহমান রতন, মাইজবাগ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মুহাম্মদ আবুল কাশেম সহ আরো অনেকেই মাহফিলে শরীক হন।
আলোচনা শেষে হামিদুর রহমানের রুহের মাগফিরাত কমনা করে বিশেষ দোয়া করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন