ময়মনসিংহের গফরগাঁও অধিকাংশ ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার অধিকাংশ ইটভাটায় পুড়ানো হচ্ছে কাঠ। উপজেলার প্রায় ৩০টি ইটভাটায় অবাধে কাঠ পুড়ানোর ফলে স্বাস্থ্যের ঝুকির মধ্যে পড়েছে এলাকাবাসী, দূষিত হচ্ছে পরিবেশ।
কাঠ পুড়ানোর ফলে ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় ইটভাটা সংলগ্ন এলাকার মানুষ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। এছাড়াও ফসলি জমির পাশে ইটভাটা স্থাপন করায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। ভাটার মালিকরা প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা প্রতিবাদ করার সাহস পায় না। এলাকাবাসী জরুরী ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ইটভাটার কালো ধোঁয়ায় তাদের ও তাদের বাচ্চারা শ্বাসকষ্টসহ নানান রোগে ভোগছেন। ফসলাদি ও গাছপালা নষ্ট হচ্ছে।
উপজেলার মেসার্স এমএমএস এ, মেসার্স স্বর্ণা ব্রিকস, মেসার্স এস,এস,আর মেসার্স মেসার্স বি, এ,বিসহ কয়েকটি ইটভাটায় সরেজমিনে গিয়ে কাঠ পুরানোর সত্যতা পাওয়া যায়।
কাঠ পোড়ানোর বিষয়ে ভাটার মালিকদের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হয়নী।
ময়মনসিংহ পরিবশে অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, ইটভাটায় কাট পুড়ানোর কোন নিয়ম নেই। যদি কোথাও কাঠ পোড়ানো হয় তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন