ময়মনসিংহের গৌরীপুরে আইসিটি শিক্ষক ফোরামের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/10/IMG-20221024-WA0014-720x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের গৌরীপুরে আইসিটি শিক্ষক ফোরামের আয়োজনে কোভিড-১৯ পরবর্তী ঝরে পড়া রোধ ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টিতে আইসিটির ভূমিকা শীর্ষক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) সকালে অফিসার্স ক্লাব সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইসিটি শিক্ষক ফোরাম গৌরীপুর উপজেলা শাখার সভাপতি হাসান মারুফ এবং সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার কমল রায়।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, অগ্রদূত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম নুরুল ইসলাম, গিধাউষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুজ্জামান ফকির, আইসিটি শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক বিপুল পন্ডিতসহ অন্যান্য শিক্ষকগণ।
সভায় নতুন শিক্ষাক্রম নিয়ে ইতিবাচক প্রচারণা জোরদার করা,মুক্তপাঠ কার্যক্রম বাড়ানো, সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা সৃষ্টিতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন