ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বজ্রপাতে শ্বশুর নিহত, জামাই আহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/1_20220924_061829_0000-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বজ্রপাতে আকবর আলী (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আল আমিন (৩৫) আহত হয়েছেন। আল আমিন সম্পর্কে আকবর আলীর মেয়ের জামাই।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী দড়িপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবর আলী ওই এলাকার উসমান আলীর ছেলে।
রাধাকানাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল এহসান উজ্জল বিষয়টি নিশ্চিত করে বলেন, আকবর আলী ও আল আমিন বাড়ির পাশে বেগুন ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে আকবর আলী মারা যায়। এ সময় আল আমিন গুরুতর আহত হয়।
স্থানীয়রা আল আমিনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আল আমিনের অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন